ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মদ না পেয়ে মব সৃষ্টি, অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে - দৈনিক মুক্তি

মদ না পেয়ে মব সৃষ্টি, অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

 বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান এক নারীর বাড়িতে গিয়ে ফ্রি-তে মদ না পেয়ে ছাত্রদল নেতা-কর্মীদের মব সৃষ্টি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার জোনাইল দিঘইর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ফুলকুমারী গমেজ (৪৬), মৃত করনেলিউস গমেজের স্ত্রী, বুধবার রাতে চারজন ছাত্রদল নেতা ও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—জোনাইল ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নয়ন হোসেন (২৩), সাধারণ সম্পাদক নিসান হাসান (২২), সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (২০), ও কর্মী হৃদয় হাসান (২১)। অভিযোগে বলা হয়, ওই রাতেই তারা ফুলকুমারীর বাড়িতে প্রবেশ করে বহিরাগত প্রেমিক-প্রেমিকার নামে অযথা হৈচৈ করে মব সৃষ্টি করে এবং বিছানার নিচে রাখা ৫ হাজার টাকা ও ফুলকুমারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।

সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, ফুলকুমারী গমেজ স্থানীয়ভাবে দেশীয় চোলাই মদ বিক্রি করেন। ছাত্রদল নেতা-কর্মীরা তার কাছে ফ্রি-তে মদ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান, এতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটায়।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা নয়ন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই নারী মদ বিক্রি করেন। আমরা এলাকার যুবকদের অনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখতে বলেছিলাম। তাই তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।”

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাক

মদ না পেয়ে মব সৃষ্টি, অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

 বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান এক নারীর বাড়িতে গিয়ে ফ্রি-তে মদ না পেয়ে ছাত্রদল নেতা-কর্মীদের মব সৃষ্টি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার জোনাইল দিঘইর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ফুলকুমারী গমেজ (৪৬), মৃত করনেলিউস গমেজের স্ত্রী, বুধবার রাতে চারজন ছাত্রদল নেতা ও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—জোনাইল ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নয়ন হোসেন (২৩), সাধারণ সম্পাদক নিসান হাসান (২২), সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (২০), ও কর্মী হৃদয় হাসান (২১)। অভিযোগে বলা হয়, ওই রাতেই তারা ফুলকুমারীর বাড়িতে প্রবেশ করে বহিরাগত প্রেমিক-প্রেমিকার নামে অযথা হৈচৈ করে মব সৃষ্টি করে এবং বিছানার নিচে রাখা ৫ হাজার টাকা ও ফুলকুমারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।

সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, ফুলকুমারী গমেজ স্থানীয়ভাবে দেশীয় চোলাই মদ বিক্রি করেন। ছাত্রদল নেতা-কর্মীরা তার কাছে ফ্রি-তে মদ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান, এতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটায়।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা নয়ন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই নারী মদ বিক্রি করেন। আমরা এলাকার যুবকদের অনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখতে বলেছিলাম। তাই তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।”

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”