
এম রেজা টুনু, সুনামগঞ্জ প্রতিনিধি
উপজেলা পরিষদ দিবস উপলক্ষে উপজেলা পদ্ধতির পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়, উকিলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি ও বক পয়েন্ট প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল মিছিলে নেতৃত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টার এবং সঞ্চালনা করেন এমদাদুল হক দিলরব ও হুমায়ূন রশিদ। প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান সমছু।
প্রধান বক্তা হিসেবে এডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, “১৯৮৪ সালে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে উপজেলা পরিষদ পদ্ধতির সূচনা হয়। এই বিকেন্দ্রীকরণই ছিল তৃণমূল উন্নয়নের ভিত্তি। বর্তমান সময়ে উপজেলা পরিষদ সংস্কারের নামে যে আলোচনা চলছে, তা আসলে এরশাদের ভাবনার পুনরাবৃত্তি।”
তিনি আরও বলেন, “জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি নতুন বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। জনগণ চাইলে আমি সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল, জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা উপজেলা পরিষদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “এই কাঠামোই স্থানীয় সরকারের মূল শক্তি।”

প্রতিবেদকের নাম 









