
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাসন উপজেলার চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেলের বিরুদ্ধে প্রতারণা, কাবিনে জালিয়াতি ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চরফ্যাসন উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সাথী এসব অভিযোগ প্রকাশ করেন। তিনি নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা দাবি করেন।
সাথী জানান, তার বাড়ি চর আইচা থানার ঢালচর এলাকায়। প্রায় ১৬ বছর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়, তাদের একটি সন্তানও রয়েছে। সন্তানের পড়ালেখার সুবিধায় তিনি দক্ষিণ আইচা বাজারে ভাড়া থাকতেন। সেখানে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন রাসেলের সঙ্গে তার পরিচয় হয়। সাথীর অভিযোগ, রাসেল তাকে অনৈতিক প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করলে তিনি সাথীর স্বামীর কাছে নানা অপপ্রচার চালিয়ে তাদের দাম্পত্য সম্পর্ক নষ্ট করেন।
এরপর রাসেল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তার কাছ থেকে প্রবাসী স্বামীর পাঠানো প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ওই অর্থ ব্যবহার করেন রাসেল। পরে বিয়ের সময় ১০ লাখ টাকার কাবিনের প্রতিশ্রুতি দিলেও কাগজে মাত্র ১ লাখ টাকা উল্লেখ করেন।
বিয়ের পর ঢাকায় বসবাসকালে রাসেলের আচরণ বদলে যায়। অভিযোগ অনুযায়ী, তিনি পরিকল্পিতভাবে সাথীর বাসায় হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করেন এবং পরে আত্মগোপনে যান।
ভোলায় ফিরে রাসেল আরও ৫ লাখ টাকা দাবি করলে সাথী অস্বীকার করেন। এরপর রাসেলের মা ও আত্মীয়রা তাকে মারধর করে আহত করেন বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি ও তার সন্তান নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল জানান, “সাথী আমার বৈধ স্ত্রী ছিল, পারিবারিকভাবে আমি তাকে তালাক দিয়েছি। তার করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

প্রতিবেদকের নাম 














