ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নওগাঁয় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবন্ধীর দোকান দখলের অভিযোগ, তদন্তের নির্দেশ - দৈনিক মুক্তি

নওগাঁয় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবন্ধীর দোকান দখলের অভিযোগ, তদন্তের নির্দেশ

মোসফিকা আক্তার, নওগাঁ:

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া এক শারীরিক প্রতিবন্ধীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা ভূমি অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির ব্যানারে কয়েকজন নেতা দোকানঘরটি ভেঙে নতুন নির্মাণকাজ শুরু করেন। নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত চান্দু মেম্বার নামে এক ব্যক্তি।

দোকানঘরটির বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধী রাজ্জাক ওরফে রাজা জানান, জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দে তিনি দোকানটি পেয়েছিলেন জীবিকা নির্বাহের জন্য। “কয়েকদিন আগে তারা বিএনপির ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর শুক্রবার এসে দোকান ভেঙে নেয়। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরছি, কিন্তু এখনো দোকান ফেরত পাইনি। আমি ন্যায্য বিচার চাই,” বলেন রাজ্জাক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শান্ত জানান, শুক্রবার সরকারি ছুটির সুযোগে দোকানঘরটি জোরপূর্বক দখল করা হয়। “ঘটনাটি জানাজানি হলে লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে তারা দোকানের ভেতরে কাজ শুরু করে ফেলেছিল,” তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) কে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি সত্যতা পাওয়া যায়, প্রতিবন্ধী ব্যক্তিকে তার বরাদ্দকৃত দোকানঘর ফিরিয়ে দেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, অসহায় ও প্রতিবন্ধীদের সরকারি বরাদ্দকৃত সম্পত্তি দখল করা অমানবিক ও অন্যায়ের শামিল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাক

নওগাঁয় বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবন্ধীর দোকান দখলের অভিযোগ, তদন্তের নির্দেশ

আপডেট সময় ১২:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মোসফিকা আক্তার, নওগাঁ:

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া এক শারীরিক প্রতিবন্ধীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা ভূমি অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির ব্যানারে কয়েকজন নেতা দোকানঘরটি ভেঙে নতুন নির্মাণকাজ শুরু করেন। নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত চান্দু মেম্বার নামে এক ব্যক্তি।

দোকানঘরটির বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধী রাজ্জাক ওরফে রাজা জানান, জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দে তিনি দোকানটি পেয়েছিলেন জীবিকা নির্বাহের জন্য। “কয়েকদিন আগে তারা বিএনপির ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর শুক্রবার এসে দোকান ভেঙে নেয়। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরছি, কিন্তু এখনো দোকান ফেরত পাইনি। আমি ন্যায্য বিচার চাই,” বলেন রাজ্জাক।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শান্ত জানান, শুক্রবার সরকারি ছুটির সুযোগে দোকানঘরটি জোরপূর্বক দখল করা হয়। “ঘটনাটি জানাজানি হলে লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষণে তারা দোকানের ভেতরে কাজ শুরু করে ফেলেছিল,” তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) কে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি সত্যতা পাওয়া যায়, প্রতিবন্ধী ব্যক্তিকে তার বরাদ্দকৃত দোকানঘর ফিরিয়ে দেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, অসহায় ও প্রতিবন্ধীদের সরকারি বরাদ্দকৃত সম্পত্তি দখল করা অমানবিক ও অন্যায়ের শামিল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।