আশিকুর রহমান, শ্রীপুর (গাজীপুর):
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে শ্রীপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার (২৪/১০/২০২৫) দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এবং সরাসরি অপরাধে জড়িত সর্বমোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুর থানা সূত্র নিশ্চিত করেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে, যার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক গ্রেফতারী পরোয়ানাভূক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামীকে আইনের হাতে তুলে আনা সম্ভব হয়েছে।
এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলো, একটি অপহরণের মামলার সঙ্গে জড়িত আসামীকেও পুলিশ হেফাজতে নেওয়া। বাকি গ্রেফতারকৃতরা চুরি, মারামারি, ও অন্যান্য বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়, সে জন্য আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ প্রশাসন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে তাদের এমন কঠোর অভিযান চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছে।


প্রতিবেদকের নাম 









