
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও মোটরসাইকেল চুরি রোধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা সদরের হাতির বাগান এলাকায় নড়াইল ক্যাম্পের সেনাসদস্য ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মোটরসাইকেলের কাগজপত্র, চালকের লাইসেন্স ও হেলমেট যাচাই করা হয়। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ১২টি মোটরসাইকেল জব্দ এবং বিভিন্ন অপরাধে ৩৩ জন মোটরসাইকেল চালককে মোট ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এ. এম. এম. কামরুল ইসলাম বলেন, “সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র ও হেলমেটবিহীনভাবে চলাচলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে থাকা সেনাবাহিনীর সদস্যরা বলেন, “সম্প্রতি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। তাই চেকপোস্টে কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে সন্দেহভাজন মোটরসাইকেল শনাক্তের চেষ্টা চলছে।”
এ সময় তারা মোটরসাইকেল চালক, আরোহী ও সাধারণ যানবাহন চালকদের সড়কের নিয়ম মেনে চলতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করেন।