
সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচিতে অড়হড় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা এবং রবি ফসলের ভালো ফলন নিশ্চিত করা।
বুধবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ফসলের মান উন্নয়নের জন্য এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সহায়তায় কৃষকরা তাদের আয়ের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।”
উপজেলার মোট ৬৩৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীর বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হবে। এই কর্মসূচি কৃষকদের মৌসুম অনুযায়ী সময়মতো ফসল প্রস্তুতিতে সহায়তা করবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ এবং মোসাব্বিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, সরকারি সহায়তায় কৃষকদের জন্য এই ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদীভাবে আয়ের উন্নয়ন এবং স্থায়ী কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক হবে।
কৃষকরা এই কর্মসূচি থেকে সরাসরি উপকৃত হবেন এবং তাদের ফসলের মান ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি হবে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছে।

প্রতিবেদকের নাম 











