
জাহিদুল হক বাবু ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারি কুঠিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে ।
নিহত শিশুরা হল- ওই গ্রামের প্রবাসী ইমদাদুল হক তারার মেয়ে তাসনিম খাতুন (৩) এবং একই এলাকার সোহেল মন্ডলের ছেলে আরিয়ান আহমেদ (৪)।
নিহত আরিয়ানের পিতা সোহেল জানান, সকাল ১১ টার দিকে তিন শিশু বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তাসমিম খাতুন ও আরিয়ান আহমেদ বাড়ির পিছনে নবগঙ্গা নদীর পাড়ে খেলতে যায় । সেখানে খেলতে গিয়ে পানিতে ডুবে তারা দুজনেই মৃত্যুবরণ করেন।  অনেক খোঁজাখুঁজি করে না পরে পানিতে তাদের ভাসতে দেখা যায়।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে নবগঙ্গা নদী থেকে তাসমিম ও আরিয়ানের  লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসনিম খাতুনের মা টিয়া খাতুন জানান, উঠানে খেলছিল তাসনিম,আরিয়ান ও রায়হান। পরে সবার অজান্তেই ওরা নবগঙ্গা নদীর পাড়ে চলে যায়। সেখানে তাসনিম ও আরিয়ান পানিতে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে দুজনকে উদ্ধার করেন এলাকার লোকজন।
এ বিষয়ে কাতলামারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর  আল মামুন জানান, ঘটনাটি মর্মান্তিক, দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। খবর পেয়ে আমরা ছুটে এসেছি এবং আমাদের ওসি স্যারকে বিষয়টি জানিয়েছে। সহজে আইন প্রক্রিয়া শেষ করে তাদের দাফনের ব্যবস্থা করা হবে। মৃত্যুর বিষয়টি কোন সন্দেহ নাই দুজনে অবুঝ শিশু।
                            
																			 
										
 প্রতিবেদকের নাম
																প্রতিবেদকের নাম								 









