
যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় ইজিবাইক চালক ইমামুলের মৃত্যুকে হত্যা দাবি করে ন্যায়বিচার, চালক ও মালিককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সর্বস্থ জনগন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের ইজিবাইক চালক ইমামুল ছুটিপুর-যশোর সড়কের মাগুরা এলাকায় রাস্তার পাশে নিজের গাড়ির চাকা ঠিক করছিলেন। এসময় বেপরোয়াগতির একটি ট্রাক ইমামুলসহ তার ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমামুলের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গরীবপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করলেও প্রভাবশালী মালিক চৌগাছার আতিকুর রহমান লেন্টু সেটি ছাড়িয়ে নিয়ে যান। নিহত ইমামুলের পরিবার ক্ষতিপূরণ দাবি করলে মালিক লেন্টু বলেন, রাস্তায় গাড়ি চললে এরকম দু’একটা মানুষ মরবেই। ট্রাক মালিকের এই বক্তব্যে এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন ঘৃণ্য ও নির্দয় মনোভাব সমাজে অমানবিকতার পরিচায়ক। তারা ঘাতক ট্রাকচালক ও মালিকের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহত ইমামুলের স্ত্রী ৪মাসের সন্তানসম্ভবা। বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, ইমামুলের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে নিহতের ভাই নাজমুল হোসেন, এলাকাবাসীর মধ্যে জিহাদ হোসেন, সোহান প্রধানিয়া, ফিরোজ হোসেন, বাবুল হোসেন, সবুজ হোসেন, এরশাদ আলী, রহিম হোসেন, আরিফ হোসেন এবং আজিজুল হোসেন বক্তব্য রাখেন।
প্রেরক- জাকির হোসেন, শার্শা,যশোর।।
                            
																			 
										
 প্রতিবেদকের নাম
																প্রতিবেদকের নাম								 










