
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট সীমান্তে একাধিক বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বুধবার ও বৃহস্পতিবার দিন-রাতজুড়ে সীমান্তবর্তী ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ৫১ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ইস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও ৮টি ভারতীয় গরু উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানা গেছে।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২০ হাজার ৪০০ টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ৮ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা এবং গরুগুলোর মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “যারা গোপনে তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।”
বর্তমানে চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।
 
																			 
										
 প্রতিবেদকের নাম
																প্রতিবেদকের নাম								 










