ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ নভেম্বর - দৈনিক মুক্তি

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ নভেম্বর

মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন–২০২৫ এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের উপস্থিতিতে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ নভেম্বর (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১ ও ২ নভেম্বর, জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ৩ নভেম্বর, আপিল-আপত্তি গ্রহণ ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৫ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর বিকেল ৪টায়।

নির্বাচন কমিশন জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন, যেখানে জ্যেষ্ঠ ও নবীন সংবাদকর্মীরা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। তফসিল ঘোষণার পর থেকেই সদস্যদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

ট্যাক

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ নভেম্বর

আপডেট সময় ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন–২০২৫ এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের উপস্থিতিতে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ নভেম্বর (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১ ও ২ নভেম্বর, জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ৩ নভেম্বর, আপিল-আপত্তি গ্রহণ ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৫ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর বিকেল ৪টায়।

নির্বাচন কমিশন জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন, যেখানে জ্যেষ্ঠ ও নবীন সংবাদকর্মীরা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। তফসিল ঘোষণার পর থেকেই সদস্যদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।