
রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি—ব্রহ্মপুত্রের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ। সেই দাবিকে জোরালো করতে আবারও অনুষ্ঠিত হলো গণস্বাক্ষর ও জনমত কর্মসূচি।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী চিলমারীর ফকিরের হাট ঘাটে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে “ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ”। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, “রৌমারী থেকে চিলমারী আসতে দীর্ঘ সময় লাগে, বিশেষ করে বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন জীবনঝুঁকি নিয়ে পার হতে হয়। যদি এই রুটে সেতু নির্মিত হয়, তাহলে শুধু যাতায়াত সহজ হবে না—এই অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও সামাজিক উন্নয়নেও বড় পরিবর্তন আসবে।”
ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মাজু ইব্রাহিম বলেন, “সেতু হলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। চারটি বিভাগের সঙ্গে সরাসরি সংযোগ হবে এবং ঢাকার দূরত্বও কমবে। আজকের গণস্বাক্ষর কর্মসূচি সরকারের কাছে জনগণের শক্তিশালী দাবি পৌঁছে দেবে। আমরা চাই সরকার দ্রুত এই সেতু বাস্তবায়নে পদক্ষেপ নিক।”
তিনি আরও জানান, গত ২৬ অক্টোবর চিলমারী নৌবন্দর ঘাটে প্রথম পর্যায়ের গণস্বাক্ষর শুরু হয়, যা এখন রৌমারী ও রাজিবপুরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গণস্বাক্ষর কর্মসূচিতে শত শত মানুষ স্বাক্ষর দিয়ে এই সেতু নির্মাণে তাঁদের দৃঢ় প্রত্যাশা ও সমর্থন জানান।