ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ নিহত, হত্যা মামলা - দৈনিক মুক্তি

গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ নিহত, হত্যা মামলা

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “তিনজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তিনি কাইছার আলী (৩২), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের আলিফবর আলীর ছেলে। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় মিললে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে একটি সংঘবদ্ধ দল তিনটি গরু চুরি করে। গরুগুলো একটি পিকআপে তোলার সময় বাড়ির লোকজনের নজরে আসে। চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে।
এসময় তিনজন অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

ট্যাক

গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ নিহত, হত্যা মামলা

আপডেট সময় ০১:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “তিনজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তিনি কাইছার আলী (৩২), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের আলিফবর আলীর ছেলে। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় মিললে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে একটি সংঘবদ্ধ দল তিনটি গরু চুরি করে। গরুগুলো একটি পিকআপে তোলার সময় বাড়ির লোকজনের নজরে আসে। চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে।
এসময় তিনজন অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।