
মোসফিকা আক্তার, নওগাঁ
তথ্য অধিকার আইনে আবেদন করার পরও নির্ধারিত সময়ে তথ্য না দেওয়ায় নওগাঁ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ হোসেন।
জানা গেছে, তিনি গত ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে বদলগাছী, সাপাহার ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। একইভাবে নওগাঁ সদর, পত্নীতলা ও সাপাহার উপজেলার এলজিইডি প্রকৌশলীদের কাছেও তথ্য চান। কিন্তু ২০ কার্যদিবস অতিবাহিত হলেও কোনো দপ্তরই তথ্য সরবরাহ করেনি।
এরপর তথ্য অধিকার আইন ২০০৯-এর ধারা ২৪ অনুযায়ী তিনি জেলা প্রশাসক নওগাঁ ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে আপিল আবেদন করেন।
আপিলে তিনি উল্লেখ করেন, “নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও জনস্বার্থের পরিপন্থী।”
এ বিষয়ে জেলা প্রশাসকের মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, “আমরা বিষয়টি দেখছি, সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা হয়েছে। আইন অনুযায়ী আবেদনকারীর নিকট তথ্য দেওয়া হবে।”
																			
										
																প্রতিবেদকের নাম								 









