
মোসফিকা আক্তার, নওগাঁ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
ঘোষিত প্রার্থীরা হলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর): মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা): শামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী): ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা): ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (সদর): [এখনও ঘোষণা হয়নি], নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর): শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছে। নওগাঁসহ সারা দেশে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বাকি আসনগুলোর প্রার্থীদের নাম আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
উল্লেখ্য: নওগাঁ জেলা বিএনপি দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমে প্রচার-প্রচারণা শুরু করবেন খুব শিগগিরই
মোসফিকা আক্তার, নওগাঁ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
ঘোষিত প্রার্থীরা হলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর): মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা): শামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী): ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা): ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (সদর): [এখনও ঘোষণা হয়নি], নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর): শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছে। নওগাঁসহ সারা দেশে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বাকি আসনগুলোর প্রার্থীদের নাম আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
উল্লেখ্য: নওগাঁ জেলা বিএনপি দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমে প্রচার-প্রচারণা শুরু করবেন খুব শিগগিরই।

প্রতিবেদকের নাম 








