
মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিকুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনখালী ইউনিয়নের বাবনপুর (শালপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর রহমান আজাদুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেফতারকৃত আশিকুর রহমানকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৫ তারিখে সাংবাদিক আব্দুর রহিম, রতন মিয়া ও আশিকুর রহমান তথ্য সংগ্রহ করতে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গেলে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, মাইক্রোবাস ঠেলে নেওয়ার দৃশ্য ভিডিও করার সময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে ১০-১২ জন যুবক তিন সাংবাদিকের উপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে সাংবাদিক রতন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনায় আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রতিবেদকের নাম 









