

লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে এই অনুমোদনপত্র জারি করা হয়।
ঘোষিত কমিটিতে রকিবুল হাসানকে আহবায়ক, শাহ সুলতান নাছির উদ্দিন আহমেদ নাহিদকে সদস্য সচিব এবং তরুণ সংগঠক সেজ্জাতুল শীষকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন আহবায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে উপজেলাসহ সকল ইউনিট কমিটি গঠন এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই কমিটি জেলার রাজনীতিতে এনসিপিকে আরও সংগঠিত ও জনসম্পৃক্ত করতে কার্যক্রম শুরু করেছে।
নবনিযুক্ত যুগ্ম আহবায়ক সেজ্জাতুল শীষ মুক্তিকে বলেন,
“জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। জনগণের অধিকার ও সামাজিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। লালমনিরহাটে নতুন প্রজন্মের তরুণদের নিয়ে আমরা একটি গতিশীল ও সৃজনশীল রাজনৈতিক দল গঠনে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি, রাজনীতি মানে সেবার রাজনীতি। কেন্দ্রীয় নেতৃত্ব যে আস্থা রেখেছেন, আমরা মাঠে তার সার্থক প্রতিফলন ঘটাতে চাই। আগামী ছয় মাসে ইউনিয়ন, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তুলে জনগণের মধ্যে এনসিপির আদর্শ পৌঁছে দেওয়া হবে।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, নবগঠিত এই কমিটি লালমনিরহাটে এনসিপির কার্যক্রমে নতুন গতি আনবে। জেলার তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এনসিপি জেলা কমিটির নবনিযুক্ত আহবায়ক রকিবুল হাসান বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক ঐক্য ও জনগণের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে আমরা একটি শক্তিশালী জেলা কমিটি গড়ে তুলব।”
আপনার মতামত লিখুন :