

চট্টগ্রাম প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ফুটবল উৎসব ২০২৫”।
চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ২০০ জনেরও বেশি প্রকৌশলী অংশ নেন এই আয়োজনে।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি দল—
১. টিম জেড ফোর্স
২. টিম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৩. আনোয়ারা ওয়ারিওরস
৪. দা হোমল্যান্ড হিরোস
৫. টিম জেড কমব্যাট
৬. টিম সি ইউ সি বি এ
৭. পয়েন্ট এফ সি
৮. টিম রুয়েট
ফাইনাল খেলায় ওয়াসিফ রাশেদের নেতৃত্বে ‘Jibu Strikers’ চ্যাম্পিয়ন এবং তাওসিফের নেতৃত্বে ‘East Bengal Regiment’ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাগুলো অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের Sicho Arena মাঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি চট্টগ্রাম বিভাগ। তিনি উপস্থিত থাকতে না পারলেও এক শুভেচ্ছা বার্তায় বলেন—
“ইঞ্জিনিয়াররা জাতি গঠনের কারিগর। তাদের ঐক্যই উন্নত বাংলাদেশের ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইকবাল করিম, উপদেষ্টা, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB) কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন—
“বাংলাদেশের অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণদের অনুপ্রাণিত করবে।”
সভাপতিত্ব করেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, এ্যাব চট্টগ্রাম বিভাগ। তিনি বলেন—
“৭ই নভেম্বরের চেতনা আমাদের ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত করে।”
আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী তাজুল বলেন—
> “ফুটবলের মাঠে হোক ঐক্যের বার্তা। বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ প্রকৌশলীরাই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ।”
আয়োজনের চিফ কো-অর্ডিনেটর ছিলেন প্রকৌশলী কিরন।
আয়োজক কমিটিতে আরও ছিলেন ইঞ্জি. হারুন, রিয়াদ, মুন্নাহ, ইশতিয়াক, আবির, রনবি, এনাম, নাবিদ, তাজুল, সুভাকর, সজিব, ইমন, ফাহাদ, আল আমিন ও মিলু।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রকৌশলীরা বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :