রামপালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১২, ১২:১৯ PM / ১৩
রামপালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল (বাগেরহাট)

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, “সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে যেন কৃষকরা চাষাবাদের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। জমিতে উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখতে হবে।” তিনি আরও বলেন, কৃষকরা যেন সঠিক সময়ে বপন ও পরিচর্যা করেন, এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কাজ করেন, তবেই কাঙ্ক্ষিত ফল মিলবে।


অনুষ্ঠান শেষে রবি ২০২৫ মৌসুমের জন্য ৪৩০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়—এর মধ্যে গম ১০ জন, সরিষা ১০০ জন, সূর্যমুখী ৬০ জন, মুগ ২০০ জন ও খেসারী ৬০ জন কৃষক বীজ ও সার পেয়েছেন।