ডা. শহিদুলকে প্রার্থী না করলে আসন হারাবে বিএনপি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৩, ৭:৫৩ PM /
ডা. শহিদুলকে প্রার্থী না করলে আসন হারাবে বিএনপি

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে গরীবের ডাক্তার খ্যাত সার্বজনীন নেতা ডা. শহিদুল আলমকে বিএনপির প্রার্থী করার দাবিতে টানা আন্দোলন চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি, যা গড়ালো টানা ১১তম দিনে।

বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ নারী-পুরুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, ডা. শহিদুল আলম দলের দুঃসময়ে মানুষের পাশে ছিলেন, তিনি কালিগঞ্জ-আশাশুনির মানুষের প্রিয় ‘গরীবের ডাক্তার’। তাকে বাদ দিয়ে ভুল তথ্যে জাপা (না-ফি) থেকে আসা সাবেক সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি নিশ্চিতভাবে আসন হারাবে।

বক্তারা আরও বলেন, ডা. শহিদুলের জনপ্রিয়তা ও ত্যাগের কারণে সাধারণ মানুষ, বৃদ্ধ-নারী এমনকি সনাতন ধর্মাবলম্বীরাও আন্দোলনে যুক্ত হয়েছেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, প্রয়োজনে আমরণ অনশনেও যাবেন।