

লালমনিরহাট জেলা প্রতিনিধি
“জীবনব্যাপী ডায়াবেটিস” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে লালমনিরহাটের কালীগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই নভেম্বর) জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বর্ণাঢ্য র্যালি ও হল রুমে আলোচনা সভার আয়োজন করে।
এদিকে, দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলা ব্যাক স্বাস্থ্য কর্মসূচি ও যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের ব্যবস্থাপক মো. লোকমান হোসেন এর সঞ্চালনায়- সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার. আলী রাজিব মোঃ নাসের।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাক ডিস্টিককোয়াডিনেটর, আশরাফুল আলম, লালমনিরহাট ব্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলার এলাকা ব্যাবস্থাপক দা.বি মোঃ সাজেদুল ইসলাম সহ কর্মরত চিকিৎসক, ডায়াবেটিক সমিতির সকল সদস্য, মাঠ কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল-ফটকের চারপাশ পদ-প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :