ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল শিশু সাইমনের অন্ধ হওয়ার ঝুঁকির খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মানবিক সাড়া। ৬ বছরের এই শিশুর চোখ বাঁচাতে প্রয়োজনীয় ১৫ লাখ টাকার সহায়তা দিতে এগিয়ে এসেছেন দেশজুড়ে অসংখ্য মানুষ। বিশেষ করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘থটস অফ বিল্লাল’ নিজেই সাইমনের বাড়িতে গিয়ে তাকে দেখেন এবং পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন।
খবরটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় শতাধিক কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটক নির্মাতা ও অনলাইন অ্যাকটিভিস্টরা সাইমনের চিকিৎসার জন্য সাড়া দিতে শুরু করেছেন। তারা সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।
থটস অফ বিল্লাল বলেন,
“একটা ৬ বছরের শিশুর চোখ এভাবে নষ্ট হয়ে যাক—এটা আমরা কেউই চাই না। সাইমনের চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা দরকার তা তার পরিবারের পক্ষে অসম্ভব। আমরা সবাই যদি একটু করে সাহায্য করি তবে এই বাচ্চাটার চোখে আবার আলো ফিরতে পারে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি করবো, এবং অন্যদেরও অনুরোধ করবো পাশে দাঁড়ানোর জন্য।”
সাইমনের বাবা সুমন মিয়া কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“রিজু ভাই সংবাদটি করার পর থেকে মানুষ ফোন করছে, খোঁজ নিচ্ছে, সাহায্য দিচ্ছে। বিশেষ করে থটস অফ বিল্লাল ভাই এসে আমাদের যে সাহস ও সমর্থন দিয়েছেন, তা ভাষায় বোঝানো যাবে না।”
একইভাবে অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররাও নিজেদের প্ল্যাটফর্ম থেকে ফান্ড রেইজিং প্রচারণা শুরু করেছেন। অনেকে নিজ উদ্যোগে লাইভে এসে সাইমনের চিকিৎসার জন্য জনগণের কাছে সহায়তা চেয়েছেন।
গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমজুড়ে সাইমনের চোখ বাঁচাতে মানবিক আবেদন ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনলাইন তারকারা—সবার যৌথ সহায়তায় ধীরে ধীরে তহবিল সংগ্রহ বাড়ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সাইমনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে তার পরিবার বলেছে,
“আমাদের সাইমন আবার যেন নিজের চোখে পৃথিবীটা দেখতে পারে—এইই আমাদের স্বপ্ন। সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন।”
আপনার মতামত লিখুন :