প্রেস ফাইভ এর আহ্বায়ক কমিটি ঘোষণা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৭, ৬:০৬ PM /
প্রেস ফাইভ এর আহ্বায়ক কমিটি ঘোষণা

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা নিয়ে গঠিত প্রেস–৫ এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা।

প্রেস ফাইভ এর প্রধান তিন উপদেষ্টা,
ডক্টর হাসানুজ্জামান জুয়েল, কবি সাহিত্যিক। মেহেদী হাসান জুয়েল,জেলা প্রতিনিধি, বাংলা ভিশন,রেজাউল করিম মানিক জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন, তারা বলেন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার পাশাপাশি সংবাদ কর্মীদের কল্যাণ ও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া নৈতিক সাংবাদিকতা ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও প্রকাশ করেন তারা।

কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উত্তরের সংযোগ-স্লোগান নিয়ে
প্রেস ফাইভ আরও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আহ্বায়ক-আলতাফুর রহমান (গাজী টিভি) লালমনিরহাট জেলা প্রতিনিধি, সদস্য সচিব-নূর আলমগীর অনু, দৈনিক ডেল্টা টাইমস লালমনিরহাট।

যুগ্ম আহ্বায়ক১.মোস্তাফিজুর রহমান মোস্তফা (কলকাতা টিভি) লালমনিরহাট,যুগ্ম আহ্বায়ক২,ফারুক আলম, দৈনিক শেয়ার শেয়ার বিজ,লালমনিরহাট,

সদস্যবৃন্দ
১. রাহেবুল ইসলাম টিটুল- চ্যানেল এস টেলিভিশন লালমনিরহাট।২.মোঃ সাইফুল ইসলাম সবুজ, দৈনিক ডেসটিনি,ও সম্পাদক,প্রেসক্লাব পাটগ্রাম ৩.রবিউল হাসান,নিউজ২৪ লালমনিরহাট। ৪.রকিবুল ইসলাম, রুবেল লালমনিরহাট। ৫.মাহিরখান রংপুর সংবাদ লালমনিরহাট।
৬. তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল,স্টাফ রিপোর্টার,লালমনিরহাট বার্তা। ৭. আব্দুল মান্নান, ডেইলি টাইমস লালমনিরহাট।

এই আহ্বায়ক কমিটি প্রেস–৫ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে।