জমি বিরোধে প্রবাসীর পরিবার পুড়িয়ে হত্যাচেষ্টা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৮, ১২:৫৯ PM /
জমি বিরোধে প্রবাসীর পরিবার পুড়িয়ে হত্যাচেষ্টা

খালিদ হোসাইন, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার সড়তলা গ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জেরে এক প্রবাসীর পরিবারকে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ অক্টোবর) গভীর রাতে মৃত বাবলু মোল্যার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবারের পক্ষের লিপি বেগম। তিনি প্রবাসী মেহেদী ও শান্তর মা।

অভিযোগে বলা হয়, স্বামীর মৃত্যুর পর লিপি বেগম ও তার পুত্রবধূ দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আত্মীয় বোরহান মোল্যা, দুখু মোল্যা ও নাসিমা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই পক্ষ তাদের জমি থেকে বাঁশ কেটে নেওয়ার পর গ্রাম্য সালিশেও সমাধান হয়নি।

১৪ অক্টোবর রাত দেড়টার দিকে ঘরের খুটি পোড়ার শব্দে লিপিদের ঘুম ভেঙে যায়। তারা বের হয়ে দেখে টিনের ঘরের পশ্চিম পাশে আগুন জ্বলছে এবং অভিযোগকারীদের বাড়ি থেকে দৌড়ে পালাতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরের দরজার কাঠ, টিনের অংশ ও ভেতরের কাপড়ের তৈরী চান্দুয়া পুড়ে যায়। পুরুষশূন্য বাড়িতে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীর পরিবার।

অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং শিগগিরই গণমাধ্যমের কাছে তাদের বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।