নড়াইলে পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক মামলা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৮, ১:১২ PM /
নড়াইলে পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক মামলা

খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি-
নড়াইলের কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবিরের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তার স্ত্রী মোছা. সাদিয়া কানিজ সিদ্দিকা বৃষ্টি আদালতে মামলা করেছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে কালিয়া আমলী আদালতে মামলাটি দায়ের করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান মামলাটি পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০০৮ সালের ৬ এপ্রিল হাসানুল-বৃষ্টির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে। হাসানুল কবির র‍্যাবে প্রেষণে বদলি হওয়ার পর স্ত্রী-সন্তানদের শ্বশুরবাড়িতে রাখেন। পরে বৃষ্টি জানতে পারেন, স্বামী পরকীয়ায় জড়িত এবং বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

প্রায় ছয় মাস আগে হাসানুল প্রাইভেটকার কেনার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে ২৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। অস্বীকৃতি জানালে নির্যাতন বাড়ে। কালিয়ায় বদলি হওয়ার পরও বৃষ্টি সন্তানদের নিয়ে সেখানে গেলে একই দাবিতে তাকে মারধর করা হয়। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর এবং ১৯ অক্টোবর কালিয়া পৌরসভার গেস্ট হাউজে তাকে মারধরের অভিযোগ করেন বৃষ্টি। থানায় প্রতিকার না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।

ভুক্তভোগী বৃষ্টি বলেন, “সন্তানদের ভবিষ্যৎ ভেবে সব নির্যাতন সহ্য করেছি। কিন্তু শেষ পর্যন্ত ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের ওপরই ভরসা করেছি।” তিনি অভিযোগ করেন, গত এক বছর ধরে স্বামী কোনো ভরনপোষণ দেননি।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. হাসানুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সাবেক স্ত্রী ও তার পরিবার আমাকে ব্ল্যাকমেইল করে প্রায় দুই কোটি টাকার সম্পত্তি লিখে নিয়েছে। পরকীয়ার অভিযোগ মিথ্যা। গত মাসের ২২ তারিখ ডাকযোগে তালাক পাঠিয়েছি। তদন্ত হলেই প্রমাণ দিতে পারবো।”

উল্লেখ্য, র‍্যাব থেকে প্রেষণ শেষে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি নড়াইলে যোগ দেন এবং ২২ এপ্রিল কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।