রা‌য়ে সন্তুষ্ট আবু সাঈদের প‌রিবার। দ্রুত কার্যক‌রের দাবী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৮, ৯:২৩ PM /
রা‌য়ে সন্তুষ্ট আবু সাঈদের প‌রিবার। দ্রুত কার্যক‌রের দাবী
পীরগঞ্জ(রংপুর) প্রতি‌নি‌ধি;
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন। বহুল আলোচিত এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ ক‌রে‌ছে আবু সাঈদের প‌রিবার।

সা‌বেক প্রধানমন্ত্রীর বিরেুদ্ধে হত্যা ও মানবধিকোর লঙ্ঘনের সকল অভিযোগ প্রমাণিত হয়েছে বলে  ট্রাইব্যুনাল জানা‌নোর প‌রে প্রতি‌ক্রিয়ায় আবু সাঈদের বা‌ড়ি‌তে তার বাবা-মা এ সন্তু‌ষ্টির কথা জানায়।
আবু সাঈদের বাবা মকবুল হো‌সেন ব‌লেন, আমরা চে‌য়ে‌ছি শেখ হা‌সিনার ফাঁ‌সি হোক। আমার ছে‌লে‌কে গু‌লি করার নি‌র্দেশ তি‌নি দি‌য়ে‌ছেন। আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহিদ হ‌য়ে‌ছে জুলাই আন্দোল‌নে। সেই হি‌সে‌বে সরকার যেন তা‌কে ভারত থে‌কে নি‌য়ে এসে দ্রুত ফাঁ‌সি কার্যকর ক‌রেন। আমার ছে‌লে‌কে সরাস‌রি গু‌লি ক‌রে‌ছে। এ ছাড়াও অ‌নে‌কের হাত পা শেষ হ‌য়ে‌ গেছে।

আবু সাঈদের মা ম‌নোয়ারা বেগম ব‌লেন, আমার ছে‌লেসহ দে‌শে এতগু‌লো ছে‌লে মে‌য়ের জীবন নি‌ছে এ জন‌্য শেখ হা‌সিনার মৃত‌্যুদন্ডের রায় হ‌ছে এতে আমি খু‌শি হ‌ছি। আমরা যেন দে‌খি ফাঁ‌সি যেন হয়।
আবু সাঈদের বড় ভাই রমজান আলী ব‌লেন, আজ‌কে যে আর্ন্তজা‌তিক অপরাধ ট্রাইবুনা‌লে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হা‌সিনাকে মৃত‌্যুদন্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট হ‌য়ে‌ছি। সে দে‌শে অথবা দে‌শের বা‌হি‌রে যেখা‌নেই থাক সরকার‌কে দ্রুত এ রায় কার্যকর কর‌তে হ‌বে।