
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সদৃশ বস্তা বিস্ফোরণে মো: আলিফ মোল্যা (৯) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুুপুরে দিকে কালিয়া উপজেলার ছোট কালিয়ায় এই ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আলিফ মোল্যা জয়নগর গ্রামের প্রবাসী রাচ্ছু মোল্যার ছেলে এবং ছোট কালিয়া গ্রামে কওসার মোল্যার বাড়িতে বাসা ভাড়া থাকেন। আহত আলিফ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
আহত আলিফের মা সাথী বেগম বলেন, পাশের বাড়ির রানি বেগমের বাড়ির বারান্দায় কে বা কারা একটি বাজারের ব্যাগ রেখে যান। সেই ব্যাগটি রানু বেগম বাড়ির পাশে বাগানে রেখে আসেন। পরে রানু বেগমের ছেলে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় ঐ ব্যাগটি দেখানোর জন্য। ব্যাগের ভিতর লাল একটি বোমা সদৃশ বস্তু দেখে হাতে নিয়ে দেখতে গেলে বস্তুটির গায়ে টোন সুতা ধরে টান দিলে বিকট শব্দে বস্তুটির বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ঘটনাটি শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বোমা সদৃশ বস্তুু বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরিত কিছু অংশ পরিক্ষার জন্য আমার সংগ্রহ করেছি। পরীক্ষা শেষ হলে ফলাফল আসলে বোঝা যাবে এটা বোমা না অন্য কিছু।