

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিজন কুমার মালাকার হাসপাতালের অন্যান্য স্টাফদের সাথে নিয়ে সাধারণ সেবাগ্রহীতা ও উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে ডাঃ বিজন কুমার মালাকার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নিজেদের মতামত প্রদান করে, সেই লক্ষ্যেই আমরা এই প্রচারণা চালাচ্ছি।”
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রচারণাকালে ভোটারদের নির্বাচনী আচরণবিধি এবং ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :