মোঃ শাহারিয়া রেজা জিসাদ | নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ফুটবল পর্ব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা ও বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের ফুটবল দল। খেলাটির উদ্বোধন করেন বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মুমিনুল ইসলাম সোহেল, শাহ নুরুদ্দিন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ, উপজেলা ছাত্রদল নেতা আলী মিনহাজসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী।
নির্ধারিত সময়ের দুই অর্ধ ও অতিরিক্ত ১০ মিনিট গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ ২-০ গোলে প্রতিপক্ষ শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসাকে হারিয়ে জয় নিশ্চিত করে।
এ জয়ের মাধ্যমে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :