হলিধানী মাদ্রাসায় নির্বাচন তফসিল গোপনে ঘোষণার অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন /
হলিধানী মাদ্রাসায় নির্বাচন তফসিল গোপনে ঘোষণার অভিযোগ

| ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী আলিম মাদ্রাসায় সভাপতিকে না জানিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করার অভিযোগ উঠেছে। মাদ্রাসার সভাপতির দাবি, নিয়োগ বাণিজ্য ও উপবৃত্তি প্রদানে দুর্নীতি ঢাকতেই এই গোপন তফসিল ঘোষণা করা হয়েছে।

জানা যায়, বর্তমানে মাদ্রাসাটি এডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর সভাপতি রেজুলেশনে স্বাক্ষর করে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের দায়িত্ব অধ্যক্ষ মো. আতিয়ার রহমানকে দেন। এরপর অধ্যক্ষ ভোটার তালিকা চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেন। তবে সভাপতিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

ভোটার তালিকা অনুযায়ী মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা ৪৭৮। কিন্তু নিয়ম অনুযায়ী দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা ভোটার হতে পারবেন না। অভিভাবক সদস্য হারুন মিয়া জামান ও সাইদুর রহমান অভিযোগ করেন, নির্বাচন নিয়ে তাদের কিছুই জানানো হয়নি। তারা দাবি করেন, স্থানীয় জামায়াত নেতারা সভাপতির পদ দখলের লক্ষ্যে গোপনে তফসিল ঘোষণা করেছেন।

শিক্ষক আয়ুব হুজুর বলেন, খাতায় স্বাক্ষর করানো ছাড়া আর কোনোভাবে তাদের জানানো হয়নি। এতে নির্বাচন উৎসবমুখর পরিবেশে নয়, বরং গোপনে আয়োজন করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

অধ্যক্ষ মো. আতিয়ার রহমান জানান, সভাপতির লিখিত দায়িত্ব পাওয়ার পর নিয়ম মেনে তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “কিছু ভুল থাকতে পারে।”
অন্যদিকে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব দেওয়ার পর থেকে অধ্যক্ষ তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। দুর্নীতি ঢাকতেই তিনি তফসিল ঘোষণা করেছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, “কারো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা জানান, অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।