
মাহাবুব আলম | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম।
সূত্র জানায়, সাব-রেজিস্টার অফিসে বায়নামা দলিলে তারিখ না দেওয়া, দাতা-গ্রহীতার স্বাক্ষরের ঘাটতি, বাজার মূল্যে দলিল সম্পাদন না করা এবং অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সহকারী পরিচালক আজমির শরিফ মারাজী জানান, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে এবং সরকার যেন রাজস্ব হারায় না, সেজন্য দুদকের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সাব-রেজিস্টার নাহিদুল ইসলাম, অফিস সহকারী রবিউল ইসলামসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দলিল লেখকরা উপস্থিত ছিলেন