
আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর)
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, “হাতপাখার বিজয় মানে রাষ্ট্র ও মানবতার বিজয়।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রে নীতির পরিবর্তন না হলে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না। আগে একদল চাঁদাবাজি করতো, এখন আরেক দল শুরু করেছে; আগে একদল ধর্ষণ করতো, এখন আরেক দল করছে। শুধু নেতার মুখ বদলেছে, কিন্তু দুর্নীতি, অন্যায় ও চুরির চরিত্র বদলায়নি।
তিনি আরও বলেন, “রাষ্ট্রের মানুষ তো বটেই, একটা কুকুর বা জানোয়ার যদি না খেয়ে মরে, রাষ্ট্রপ্রধানকে তারও জবাবদিহি করতে হবে। নেতা নয়, নীতি পরিবর্তন জরুরি। ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন শাকপালদিয়া মাদ্রাসার মোহতামিম মওলানা লিয়াকত আলী, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, উপজেলা সভাপতি মুফতি আবু জাফর এবং ফরিদপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ মুহাম্মদ জামাল উদ্দিন।