
এম ৱেজা টুনু | সুনামগঞ্জ
সুনামগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমে পূজা উদযাপন কমিটির আয়োজনে ও রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় শতাধিক হিন্দু ও মুসলিম নারীকে বস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে, হৃদয়ানন্দ মহারাজ, এড. বিশ্বজিৎ চক্রবর্তী, এড. বিমান কান্তি রায়সহ পূজা উদযাপন পরিষদ, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতারা শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এড. নুরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করার দাবি জানান।
চলতি বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪২৪টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ২৪টি বেশি।