সৈয়দ মাহামুদ শাওন | রাজশাহী
রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ঝলঝলিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কাউন্সিলর পদপ্রার্থী দুরুল হোদা।
২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিলিপ মার্ডি এবং সঞ্চালনা করেন শ্রীকান্ত হেমরম। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির।
শুভেচ্ছা জানাতে গিয়ে দুরুল হোদা বলেন, “দুর্গাপূজা আমাদের জাতীয় উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী।” অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা উপহার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :