
মোঃ আলাউদ্দীন | কালিগঞ্জ (সাতক্ষীরা)
“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে এর নেতৃত্বে র্যালিটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ শংকর কুমার দে এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও ভ্যাকসিনেশন কার্যক্রম অত্যন্ত জরুরি। প্রতিকার নয়, প্রতিরোধই এ রোগ মোকাবিলার মূল লক্ষ্য হওয়া উচিত। পরে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।