সিলেট টিটিসিতে ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন / ০ Views
সিলেট টিটিসিতে ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নাজমুল ইসলাম চৌধুরী, সিলেট প্রতিনিধি-

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) দীর্ঘদিন ধরে এক ইন্সট্রাক্টরের আধিপত্যে পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কম্পিউটার অপরেশন (ইন্সট্রাক্টর) মো. ওমর ফারুক টানা ১৮ বছর ধরে একই পদে বহাল রয়েছেন। অভিযোগ উঠেছে, মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে লিয়াজো করে বদলি ঠেকিয়ে রাখছেন।

২০২২ সালে বদলির আদেশ হলেও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তা কার্যকর হয়নি। স্থানীয় এমপি ও মন্ত্রীদের সুপারিশ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন পদ আঁকড়ে আছেন বলে জানা গেছে।

এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিন্ডিকেট গঠন, স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে উপহাস, নারী-পুরুষ শিক্ষার্থীদের চরিত্র নিয়ে কটূক্তির অভিযোগ রয়েছে। সিলেট নাগরিক অধিকার পরিষদ প্রবাসী মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত দল এলে তা মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

বর্তমান অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই তিনি টিটিসিতে আধিপত্য ধরে রেখেছেন। অভিযোগ রয়েছে, আইনগত শাস্তির ভয় দেখিয়ে যে কেউ তার বিরুদ্ধে কথা বললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন সিলেটে অবস্থান কাজে লাগিয়ে তিনি ভারতের এক ব্যবসায়ীর সঙ্গে পাথর ব্যবসা এবং অন্যান্য ব্যবসায় জড়িত বলে জানা গেছে।