
জাকির হোসেন, শার্শা (যশোর)
বেনাপোল কাস্টমস হাউসের আলোচিত ঘুসকাণ্ডে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকালে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিও সদস্য হাসিব হোসেনকে আটক করা হয়।
দুদক কর্মকর্তাদের জেরায় হাসিব স্বীকার করেন, টাকাটি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের জন্যই নেওয়া হচ্ছিল।
দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরদিন মঙ্গলবার সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।
প্রাথমিক জেরায় শামীমা আক্তার স্বীকার করেন, হাসিব তার ঘনিষ্ঠ সহযোগী এবং ঘুসের টাকাটি তার জন্যই নেওয়া হচ্ছিল। দুদক এখন যাচাই করছে কাস্টমসের অন্য কেউ এ চক্রে জড়িত কিনা।
দুদকের উপ-পরিচালক সালাহউদ্দীন বলেন, “আমরা টাকা উদ্ধার করেই থেমে থাকিনি। যারা এ টাকার পেছনে রয়েছেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
অপরদিকে, আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “আগে ফাইল ছাড়াতে ঘুস দিতে হতো, দুদকের এ অভিযান সাহসী পদক্ষেপ।”
সাধারণ নাগরিক সোহেল রানা বলেন, “এখন যদি আসল অপরাধীদের ধরা হয়, সাধারণ মানুষও স্বস্তি পাবে।”
এ বিষয়ে কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদকের নাম 














