ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র - দৈনিক মুক্তি

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক পদে ২৬টি এবং সহকারী শিক্ষক পদে ৪০টি—মোট ৬৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পৌরসভাসহ চারটি ইউনিয়নের ২৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে দাপ্তরিক কাজের চাপের কারণে শ্রেণি কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

শিক্ষকরা জানিয়েছেন, অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণে পাঠদানে মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত ক্লাসের পাশাপাশি দাপ্তরিক কাজ, ভোটগ্রহণ, শিশু জরিপ ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমও সামলাতে হয় তাদের। এ অবস্থায় শিক্ষার্থীরা ক্রমেই কোচিং নির্ভর হয়ে পড়ছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, “প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে শূন্যতা থাকায় শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়েছে। ইতোমধ্যে শূন্য পদের বিপরীতে চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

ট্যাক

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র

আপডেট সময় ০৮:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক পদে ২৬টি এবং সহকারী শিক্ষক পদে ৪০টি—মোট ৬৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পৌরসভাসহ চারটি ইউনিয়নের ২৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে দাপ্তরিক কাজের চাপের কারণে শ্রেণি কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

শিক্ষকরা জানিয়েছেন, অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণে পাঠদানে মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত ক্লাসের পাশাপাশি দাপ্তরিক কাজ, ভোটগ্রহণ, শিশু জরিপ ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমও সামলাতে হয় তাদের। এ অবস্থায় শিক্ষার্থীরা ক্রমেই কোচিং নির্ভর হয়ে পড়ছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, “প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে শূন্যতা থাকায় শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়েছে। ইতোমধ্যে শূন্য পদের বিপরীতে চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”