
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)।।
ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) চরফ্যাসন সরকারি কলেজে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
বিসিএস (জেনারেল এডুকেশন) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাসন সরকারি কলেজ শাখার শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে শিক্ষকরা কলেজ প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদ জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা দেশের শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক ঘটনা। শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বক্তারা আরও বলেন, “শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষক সমাজের সম্মানহানি হলে পুরো শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।”
দিনব্যাপী এ কর্মসূচির কারণে কলেজের নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। তবে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিসিএস (জেনারেল এডুকেশন) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কলেজে একই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

প্রতিবেদকের নাম 







