ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমানের ৩১ দফা: মাওনা চৌরাস্তায় বিএনপি'র লিফলেট বিতরণ - দৈনিক মুক্তি

তারেক রহমানের ৩১ দফা: মাওনা চৌরাস্তায় বিএনপি’র লিফলেট বিতরণ

আশিকুর রহমান সবুজ, ​গাজীপুর প্রতিনিধি:
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা চৌরাস্তা ও তার আশেপাশের এলাকায় ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ২৩ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

​প্রচারণায় নেতৃত্ব দেন আক্তারুল আলম মাস্টার গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এবং শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার এই প্রচারণায় নেতৃত্ব দেন। এসময় তিনি মাওনা চৌরাস্তার জনবহুল এলাকা, বাজার ও পথচারীদের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত প্রচারপত্র তুলে দেন এবং কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন।

​লিফলেট বিতরণকালে মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার সাংবাদিকদের বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনাব তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের সুনির্দিষ্ট রূপরেখা।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে সংবিধান ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, এবং নারীর ক্ষমতায়ন—প্রতিটি ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা হবে। আমরা বিশ্বাস করি, এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত মুক্তি পাবে।

​প্রচারণা চলাকালীন স্থানীয় ব্যবসায়ী, তরুণ, শিক্ষক ও সাধারণ মানুষজন আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন। স্থানীয় অনেক মানুষ এই ৩১ দফা কর্মসূচিতে দেশের চলমান সংকট নিরসনের একটি ইতিবাচক দিকনির্দেশনা খুঁজে পাচ্ছেন বলে জানান। বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এই প্রচারণা আরও জোরদার করা হবে।

ট্যাক

তারেক রহমানের ৩১ দফা: মাওনা চৌরাস্তায় বিএনপি’র লিফলেট বিতরণ

আপডেট সময় ০৬:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

আশিকুর রহমান সবুজ, ​গাজীপুর প্রতিনিধি:
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা চৌরাস্তা ও তার আশেপাশের এলাকায় ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ২৩ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

​প্রচারণায় নেতৃত্ব দেন আক্তারুল আলম মাস্টার গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এবং শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার এই প্রচারণায় নেতৃত্ব দেন। এসময় তিনি মাওনা চৌরাস্তার জনবহুল এলাকা, বাজার ও পথচারীদের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত প্রচারপত্র তুলে দেন এবং কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন।

​লিফলেট বিতরণকালে মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার সাংবাদিকদের বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনাব তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের সুনির্দিষ্ট রূপরেখা।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে সংবিধান ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, এবং নারীর ক্ষমতায়ন—প্রতিটি ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা হবে। আমরা বিশ্বাস করি, এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত মুক্তি পাবে।

​প্রচারণা চলাকালীন স্থানীয় ব্যবসায়ী, তরুণ, শিক্ষক ও সাধারণ মানুষজন আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন। স্থানীয় অনেক মানুষ এই ৩১ দফা কর্মসূচিতে দেশের চলমান সংকট নিরসনের একটি ইতিবাচক দিকনির্দেশনা খুঁজে পাচ্ছেন বলে জানান। বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এই প্রচারণা আরও জোরদার করা হবে।