ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ,সংঘর্ষে আহত - ১২ - দৈনিক মুক্তি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ,সংঘর্ষে আহত – ১২

আশিকুর রহমান (সবুজ), শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত এ এ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টা থেকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এতে অন্তত ১২ জন আহত হন, যার মধ্যে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই ঘণ্টারও বেশি সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা আবারও অবরোধের চেষ্টা করলে পুনরায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ অবরোধের কারণে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, “আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, যাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়।”

ট্যাক

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ,সংঘর্ষে আহত – ১২

আপডেট সময় ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

আশিকুর রহমান (সবুজ), শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত এ এ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। চলতি মাসসহ দুই মাসের বেতন বকেয়া থাকায় ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টা থেকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এতে অন্তত ১২ জন আহত হন, যার মধ্যে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই ঘণ্টারও বেশি সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা আবারও অবরোধের চেষ্টা করলে পুনরায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ অবরোধের কারণে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, “আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, যাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়।”