ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চরফ্যাসনে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,চোরাই মালামাল উদ্ধার - দৈনিক মুক্তি

চরফ্যাসনে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,চোরাই মালামাল উদ্ধার

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।।
চরফ্যাসন চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ অক্টোবর মাহফুজুর রহমান নামের এক ব্যাক্তির চরফ্যাসন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় চুরি সংঘঠিত হয়। ওই গৃহস্থের দায়ের করা মামলায় চরফ্যাসন উপজেলা থেকে গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা প্রমানিত হয়। তাদের দেয়া তথ্যমতে তাদের কাছ থেকে বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাকসুদ উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর ওরফ লালু মিয়ার ছেলে এবং রাকিব একই ওয়ার্ডের এরশাদ হাওলাদারের ছেলে। আর সুজন লালমোহন উপজেলার চরভূতা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত তিন চোর চক্রের সদস্য পেশাদার চোর। তাদের বিরুদ্ধে ভোলার বিভিন্ন থা্নায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে চরফ্যাসন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, মামলার বাদী মাহফুজুর রহমান চরফ্যাসন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। গত ১ অক্টোবর তিনি শ্বশুর বাড়ি দক্ষিণ আইচায় যাওয়ায় তার বাসায় চোরেরা প্রবেশ করে ৩টি স্বর্ণের চেইন, ১৭টি স্বর্ণের আংটি, ৪ জোড়া কানের দুল, একটি হাতঘড়ি, বিভিন্ন কসমেটিক সামগ্রী ও একটি সিঙ্গার টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
‎পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মো. ইলিয়াছের বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়। এছাড়া, মাকসুদের কাছ থেকে কসমেটিকস, রাকিব ও মাকসুদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, এবং সুজনের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ট্যাক

চরফ্যাসনে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,চোরাই মালামাল উদ্ধার

আপডেট সময় ০৩:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।।
চরফ্যাসন চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ অক্টোবর মাহফুজুর রহমান নামের এক ব্যাক্তির চরফ্যাসন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় চুরি সংঘঠিত হয়। ওই গৃহস্থের দায়ের করা মামলায় চরফ্যাসন উপজেলা থেকে গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা প্রমানিত হয়। তাদের দেয়া তথ্যমতে তাদের কাছ থেকে বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাকসুদ উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর ওরফ লালু মিয়ার ছেলে এবং রাকিব একই ওয়ার্ডের এরশাদ হাওলাদারের ছেলে। আর সুজন লালমোহন উপজেলার চরভূতা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত তিন চোর চক্রের সদস্য পেশাদার চোর। তাদের বিরুদ্ধে ভোলার বিভিন্ন থা্নায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে চরফ্যাসন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, মামলার বাদী মাহফুজুর রহমান চরফ্যাসন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। গত ১ অক্টোবর তিনি শ্বশুর বাড়ি দক্ষিণ আইচায় যাওয়ায় তার বাসায় চোরেরা প্রবেশ করে ৩টি স্বর্ণের চেইন, ১৭টি স্বর্ণের আংটি, ৪ জোড়া কানের দুল, একটি হাতঘড়ি, বিভিন্ন কসমেটিক সামগ্রী ও একটি সিঙ্গার টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
‎পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মো. ইলিয়াছের বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়। এছাড়া, মাকসুদের কাছ থেকে কসমেটিকস, রাকিব ও মাকসুদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, এবং সুজনের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।