ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শৈলকুপায় সামাজিক বিরোধে নারীর উপর হামলা - দৈনিক মুক্তি

শৈলকুপায় সামাজিক বিরোধে নারীর উপর হামলা

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মারামারির জের ধরে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। আহত হালিমা খাতুন (৫৫) বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কবিরপুর এলাকায় শাক বিক্রি করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তাকে খুঁজে বের করে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসচ্ছল শুকুর আলী নিজের জমি না থাকায় পরিবারসহ ক্যানেলপাড়ে বসবাস করেন। তার স্ত্রী হালিমা খাতুন গ্রামের ডোবা-নালা থেকে শাক সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি সাতগাছি গ্রামে সামাজিক আধিপত্য নিয়ে দুই মাতব্বর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে আজিজুল মাতব্বরের সামাজিক দলের সদস্য শুকুর আলীর স্ত্রী হালিমা খাতুনের উপর প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে প্রতিপক্ষ মাতব্বর ইকবাল মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “সম্প্রতি সামাজিক বিরোধে আমাদের দলের দুই সদস্য মিল্টন ও রুপসী গুরুতর আহত হন এবং ফরিদপুর মেডিকেলে ভর্তি আছেন। ওই ঘটনার কাউন্টার মামলা করার উদ্দেশ্যে হালিমা নামের এক নারী হামলার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাক

শৈলকুপায় সামাজিক বিরোধে নারীর উপর হামলা

আপডেট সময় ০৫:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মারামারির জের ধরে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। আহত হালিমা খাতুন (৫৫) বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কবিরপুর এলাকায় শাক বিক্রি করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তাকে খুঁজে বের করে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসচ্ছল শুকুর আলী নিজের জমি না থাকায় পরিবারসহ ক্যানেলপাড়ে বসবাস করেন। তার স্ত্রী হালিমা খাতুন গ্রামের ডোবা-নালা থেকে শাক সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি সাতগাছি গ্রামে সামাজিক আধিপত্য নিয়ে দুই মাতব্বর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে আজিজুল মাতব্বরের সামাজিক দলের সদস্য শুকুর আলীর স্ত্রী হালিমা খাতুনের উপর প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে প্রতিপক্ষ মাতব্বর ইকবাল মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “সম্প্রতি সামাজিক বিরোধে আমাদের দলের দুই সদস্য মিল্টন ও রুপসী গুরুতর আহত হন এবং ফরিদপুর মেডিকেলে ভর্তি আছেন। ওই ঘটনার কাউন্টার মামলা করার উদ্দেশ্যে হালিমা নামের এক নারী হামলার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।