
ফাহিম | চরফ্যাসন (ভোলা)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাসনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে চরফ্যাসন পৌরসভা ও উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী খণ্ডখণ্ড মিছিল নিয়ে চরফ্যাসন আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে চরফ্যাসন সদর রোড ও পৌর এলাকার আনাচ কানাচ।
র্যালি শেষে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিক কাজসহ দেশীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পক্ষে কাজ করে আসছে।”
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, সদস্য সচিব হাজী জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন ও রাশেদুল হাসান নয়ন প্রমুখ।

প্রতিবেদকের নাম 













