ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সাতক্ষীরা-৩ এ ডা. শহিদুলকে বাদ দেওয়ায় বিএনপিতে বিক্ষোভ - দৈনিক মুক্তি

সাতক্ষীরা-৩ এ ডা. শহিদুলকে বাদ দেওয়ায় বিএনপিতে বিক্ষোভ

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সদ্য ঘোষিত বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলমের নাম না থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি অঙ্গনে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করার পরপরই ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ।

সোমবার রাতে তাৎক্ষণিকভাবে বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নলতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে প্রার্থী করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সাতক্ষীরা-৩ এ ডা. শহিদুলকে বাদ দেওয়ায় বিএনপিতে বিক্ষোভ

আপডেট সময় ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সদ্য ঘোষিত বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শহিদুল আলমের নাম না থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপি অঙ্গনে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করার পরপরই ফেসবুকসহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ।

সোমবার রাতে তাৎক্ষণিকভাবে বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নলতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে প্রার্থী করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।