শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে শ্রেণিকক্ষে ইউএনও


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৫, ২:০০ PM /
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে শ্রেণিকক্ষে ইউএনও
মোঃ সুলতান মারজান (হৃদয়),রংপুর প্রতিনিধি:-
রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার স্থানীয় বেগম রোকেয়া শিশু নিকেতন পরিদর্শনে গিয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন।
সকাল ১০টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে ইউএনও মোঃ পারভেজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে অবতীর্ণ হয়ে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ওপর ক্লাস নেন। সহজ ও প্রাণবন্তভাবে ইংরেজি গ্রামার ও পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। ক্লাস শেষে তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও পড়াশোনার খোঁজখবর নেন।
উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিকতায় মুগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করছেন, ইউএনও’র এই নিয়মিত তদারকি এবং সরাসরি পাঠদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ তৈরি হবে। এটি উপজেলার শিক্ষার মান উন্নয়নে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”