

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে.এম ওবায়দুর রহমান কখনো কারো সাথে কখোনো বেইমানী করেন নাই। তিনি সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ইসলামের পথে ছিলেন। সকল আলেম-উলামাদের ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সকল আলেম উলামাদের জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলো ছিলো। তার মেয়ে হিসেবে আমি আপনাদের পাশে আছি। আমার বাবার মত আমিও আপনাদের সেবা করে যেতে চাই।
উপজেলা উলামা দলের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, নগরকান্দার বিশিষ্ট আলেম ইসমাতুল্লাহ কাশেমী।
শামা ওবায়েদ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের ভোটাধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের আন্দোলনে, সৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে, সরকারের রোষানলে পরেছেন। অনেক মিথ্যা মামলায় পড়েছেন। সর্বোপরি তিনি গত ১৭ বছর সৈরাচার বিরোধী আন্দোলনে ১৭ কোটি নেতৃত্ব দিয়েছেন। একটি প্রতিহিংসামূলা মামলায় বিনা বিচারে ৬ বছর কারাগারে ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী সংগ্রাম করেছেন, সেই গনতন্ত্র খুব শীগ্রই প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারী একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সকল পর্যায়ের জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করছি।
কেন্দ্রীয় উলামা দলের দপ্তর সম্পাদক মওলানা মো. মাসুম বিল্লাহর তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দুকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় আলেম উলামারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :