বেলকুচিতে প্রতিবন্ধী, যুব-যুবতীদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ
dailymukti24
প্রকাশের সময় : ২০২৬-০১-১৫, ২:০৬ PM /
০ Views

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চক্তরে বিতরণ অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুব সমাজের ২০ জনকে কম্পিউটার ও ২০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, কৃষি অফিসার সুকান্ত ধর, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :