শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৬, ১০:২২ AM /
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা

​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।

​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিজন কুমার মালাকার হাসপাতালের অন্যান্য স্টাফদের সাথে নিয়ে সাধারণ সেবাগ্রহীতা ও উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

​প্রচারণাকালে ডাঃ বিজন কুমার মালাকার উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নিজেদের মতামত প্রদান করে, সেই লক্ষ্যেই আমরা এই প্রচারণা চালাচ্ছি।”

​হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রচারণাকালে ভোটারদের নির্বাচনী আচরণবিধি এবং ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।