
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কসবা ইউপির খড়িবোনা (পাইকড়া) গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে শহীদুল্লাহ ও নিউ ডিগ্রী গভারমেন্ট কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং ছাত্রবৈষম্য আন্দোলনের সহযোগীকে, আজ বিকেল সাড়ে পাঁচটার সময় দুর্বৃত্তরা ছাত্র বৈষম্য আন্দোলনের কমিটি কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে হামলা করে। তার শরীরের বিভিন্ন অঙ্গ যখম করে এবং একটি পা ভেঙে যায়। এলাকাবাসী এবং ছাত্রবৈষম্য আন্দোলনের ছাত্ররা, তার ভাই ও থানা পুলিশের সহযোগিতায় নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে জখমীর ভাই ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান একটি অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রতিবেদকের নাম 












